সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র র‍্যালী

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

“অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব” প্রতিপাদ্য নিয়ে -ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, আইডিইবি‘র গৌরবোজ্জল ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস- ২০১৮ উদযাপন উপলক্ষ্যে শহরে আনন্দ র‌্যালী করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর’১৮) সকালে সিরাজগঞ্জ গণপূর্ত অফিস প্রাঙ্গন হতে ইন্সিটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি)সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী নওশের আহম্মেদ তামান্না ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, নেসকো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী এস,এম মাসুদ, জাতীয় জুট মিলস সিরাজগঞ্জের প্রধান প্রকৌশলী রবীন্দ্রনাথ মোহন্ত (ইলেকটিক্যাল) সহ সিরাজগঞ্জের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীগণ র‌্যালীতে অংশ গ্রহন করেন।