সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউপি সদস্য শাহিদা খাতুন হামলা ও মারপিটের শিকার ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোছাঃ শাহিদা খাতুনকে হামলা ও মারপিটের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য মোছাঃ মিনা খাতুন ও তার গংদের বিরুদ্ধে ।

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মোছাঃ শাহিদা খাতুন অভিযোগ করে জানান, গত ২৯ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টার দিকে আমাকে সাবেক ইউপি সদস্য মোছাঃ মিনা খাতুন তার বাড়িতে ডেকে নেয়। এনডিপির এনজিও কর্তৃক গরীব মানুষদের তালিকার তথ্য সংগ্রহ করা নিয়ে আমার সাথে সাবেক ইউপি সদস্য মিনা খাতুন কথা কাটাকাটি করে উত্তেজিত হয়। এসময় আমি তার বাড়ি থেকে চলে আসি। এরই এক পর্যায়ে রাস্তা মধ্যে আমাকে, আমার ছেলে ও ভাতিজাকে উপর্যুপরি এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে।

স্থানীরা তাৎক্ষণিকভাবে আমাকে ও আমার ছেলে এবং ভাতিজাকে উদ্ধার করে চিকিৎসা জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে এ ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান, সদস্য এবং এলাকার কতিপয় গণমান্য ব্যক্তিদের কাছে ঘটনার সু-বিচার দাবী করি। কিন্তু বিবাদী গণ ঘটনার জন্য উল্টো আরও হুমকি-দামকি দিয়ে আসছে আমাকে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১ জুন) বিকেলে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল হাসান রশিদ মোল্লা জানান,বিষয়টি নিয়ে মীমাংসা করা জন্য উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা চলছিলো। কিন্তু সাবেক ইউপি সদস্যা মিনা খাতুন তার গংরা কৌশলে মীমাংসা না করার জন্য এড়িয়ে যাচ্ছেন।