সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে খান ডেন্টাল কর্ণারে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও মালিক মারপিটের শিকার !

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের পৌরসভা রোডে অবস্হিত খান ডেন্টাল কর্ণারে মঙ্গলবার সকাল ১১টায় দিকে কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে নিলু নামক এক মহিলা ও তার ছেলে সাগর খানডেন্টাল কর্ণারে অর্তকিত হামলা করে ব্যবহৃত প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রপাতি ঔষধপত্র, টেবিল-চেয়ার, ডেকারেশনের গ্লাস ভাংচুর করেছে বলে জানা যায়। এ বিষয়ে খান ডেন্টালের স্বত্বাধিকার রঞ্জ ুখান বলেন, যে বিগত প্রায় ৩ বছর যাবত আমি খান ডেন্টাল কর্ণারটি এই জায়গার মালিক মোঃ আলতাফ তালুুকদারের নিকট থেকে চুক্তিভিক্তিক ভাড়া প্রদানের মাধ্যমে ব্যবহার করে আসছি। এই জায়গার মালিকের কনিষ্ঠ ছেলে সমুনের স্ত্রী নিলু (৩৫) জায়গার মালিকানা দাবি করে প্রতিনিয়তই আমার খান ডেন্টাল কর্ণারে সন্ত্রাসীদের নিয়ে এসে অকথ্যভাষায় গালিগালাজ করে হুমকি -ধামকি দিয়ে থাকে এবং এ জায়গা থেকে সরিয়ে দিতে নানা পায়তারা ও ষড়যন্ত্র করে আসছে। এরি জের ধরে গত ৭ জানুয়ারী সন্ধ্যায় নিলু ও তার ছেলে সাগর সহ কতিপয় সন্ত্রাসী নিয়ে এসে তাৎক্ষণিক ভাবে জায়গা ছাড়ার হুমকি দেয় আমি জায়গা ছেড়ে না দিলে দেখে নেবে বলে প্রাণনাশের ও হুমকি দেয়। ঐ দিনই এ ব্যাপারে, সদর থানায় একটি জিডি করি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৮ জানুয়ারী-১৯ সকাল ১১টায় নিলু, স্বামি -সুমন তার ছেলে সাগর পিতা-সুমন, সাং-মাছুমপুর সহ কতিপয় সন্ত্রাসী সংগে নিয়ে এসে আমার প্রতিষ্ঠানে অতর্কিত হামলা করে ডেন্টালের প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রপাতি, ঔষধপত্র, আসবাবপত্র, চেয়ার- টেবিল ও গ্লাস ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করে। এসময় আমি ও আমার স্ত্রী মৌসুমী প্রতিরোধ করতে গেলে আমাদেরকে মারপিট করে আমাদের আত্ন চিৎকারে আশে-পাশের লোকজনেরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্তের জন্য সদর থানার এস.আই মোকারম হোসেন ঘটনাস্হল পরিদর্শন করেছেন। এ ঘটনার আইনগত ব্যবস্হা গ্রহন করবেন বলে তিনি জানান।