সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে এক কৃষক হত্যা মামলায় আব্দুল আলীম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। দণ্ডপ্রাপ্ত আলীম জেলা সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। মামলার নথিসূত্রে জানা যায়, নিয়ামতপুর গ্রামের একটি সেচ পাম্প চালানোকে কেন্দ্র করে আব্দুল কাদেরের ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের আলীমের বিরোধ চলছিল।
২০১১ সালের ০১ মার্চ ভোরে সেচ পাম্পের নালার আগাছা পরিস্কার করছিলেন ফরিদুল। সেসময় আলীম তার এক সহযোগী হযরত আলীকে সঙ্গে করে দেশীয় অস্ত্র নিয়ে ফরিদুলের ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফরিদুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে আলীম ও আলীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের পেশকার লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত শেষে দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্যশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণ হলে রোববার মামলার প্রধান আসামি আলীমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। মামলার অপর আসামি আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।