সিরাজগঞ্জে কারিগরি শিক্ষায় আবারও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত -মোঃ শরীফুল ইসলাম।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৯-এ কারিগরি শিক্ষায় সিরাজগঞ্জ জেলা পর্যায়ে আবারও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শরীফুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৯ অনুযায়ী গত ২০-০৩-২০১৯ ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলা এবং গত ২৫-০৩-২০১৯ ইং তারিখে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে কারিগরি শিক্ষায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এর আগে অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬-এ কারিগরি শিক্ষায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন এবং কলেজ শিক্ষকদের নীতিমালা অনুযায়ী ২০১৬ সালে সিরাজগঞ্জ সদর উপজেলা ও জেলা পর্যায়ে কারিগরি শিক্ষায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে ‘দৈনিক কলম সৈনিক গুণীজন পদক’ ও ‘কলম সৈনিক শ্রেষ্ঠ শিক্ষক পদক-২০১৭’ লাভ করেন। অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, সিট পলিটেকনিক, মেডিক্যাল ও টেক্সটাইল ইন্সটিটিউট সিরাজগঞ্জের পরিচালক (প্রশাসন), তাড়াশ কল্যাণ সমিতি সিরাজগঞ্জের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সাহিত্য সংগঠন কবি ও কবিতা পরিষদ – সিরাজগঞ্জের উপদেষ্টা রয়েছেন। শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম জানান, এই কৃতিত্ব শুধু আমার একার নয়, আমার সকল সহকর্মী ও শিক্ষার্থীদের। তাদের আন্তরিক পরস্পর সহযোগীতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বস্তুল গ্রামে ১৯৭৯ সালের ২০ জানুয়ারী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজী মোঃ চাঁদ আলী প্রামানিক, মাতা মোছাঃ রমিছা খাতুন। মোঃ শরীফুল ইসলাম স্থানীয় বস্তুল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। তাড়াশ উপজেলার প্রচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বস্তুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ৩ বিষয়ে লেটার মার্কসসহ এসএসসি, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ১টি বিষয়ে লেটার মার্ক নিয়ে এইচএসসি পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে ১৯৯৮ সালে অনার্স, ১৯৯৯ সালে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। এরপর ২০০৯ সালে রাজশাহী বিদ্যালয় থেকে ‘গ্রামীণ শালিসি ব্যবস্থায় স্থানীয় এলিটদের অংশগ্রহণ: সিরাজগঞ্জ জেলার কালিয়া হরিপুর ইউনিয়নের উপর একটি সমীক্ষা’ বিষয়ে এম.ফিল ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষনারত রয়েছেন। অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম অত্যন্ত সৎ, নির্ভীক, দানশীল, উদার, মিষ্টভাষী, নম্র এবং ভদ্র ও আদর্শ শিক্ষক হিসেবে সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন। শিক্ষকতা জীবনে শরীফুল ইসলাম কখনো অসত্য, অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বার্থ, প্রলোভন, অর্থ, বিত্ত তাকে কোনদিন মোহাবিষ্ট করতে পারেনি। তিনি অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার আপোষহীন ও স্বাধীন বলিষ্ঠ প্রতিবাদী শিক্ষক। তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করে থাকেন। ছাত্রজীবন থেকেই এলাকায় দরিদ্র অসহায় ছাত্র-ছাত্রীদের প্রতি তিনি সর্বদা সহানুভূতিশীল। তিনি তার জন্মভূমির মানুষের উপকার করার জন্য আপ্রাণ চেষ্টা করেন ও যেকোন দুর্যোগ সময়ে এলাকাবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। ব্যক্তিগত জীবনে অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলামের সহধর্মিনী লায়লা পারভীন একজন আদর্শবান সুগৃহিনী ও ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তাদের ২ সন্তান। বড় ছেলে মোঃ সোহানুল ইসলাম শোভন বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও মোঃ শাহরিয়ার ইসলাম (শুভ্র) সিরাজগঞ্জ ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণীতে অধ্যয়নরত।