সিরাজগঞ্জে কলেজের নির্মাণাধীন গেট ভেঙ্গে ৪ জন নিহত,৫জন আহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে কলেজ বাউন্ডারির নির্মনাধীন গেইট ভেঙ্গে পড়ে ৪ জন নিহত
হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার
এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার তালম ইউনিয়নের গাবগাড়ী গ্রামের
তোজাম্মেল হক (৫৫), বস্তুল গ্রামের রাশেদুল (৩৫), নাটোর উপজেলার সিংড়া উপজেলার
নিশ্চিন্তপুর গ্রামের আশিফ (২৭) এবং আয়নাল (৪৬)।
তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাসউজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুল্টা বাজার
শহীদ এম মনসুর আলী কলেজের বাউন্ডারির গেইট নির্মাণকাজ চলছিল। ওই কলেজ মাঠের
পাশে গুল্টা বাজারে সাপ্তাহিক হাট ছিল। বিকেল সোয়া তিনটার দিকে নির্মাণাধীন ওই
গেইট হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের উপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা
যান। এতে আহত হন অন্তত ৬ জন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন ৪জন নিহতের খবর নিশ্চিত করে
বলেন,
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোজখবর নেওয়া হচ্ছে। পরে আইনগত
ব্যবস্থা গ্রহন করা হবে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, আমরা
ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরও একজন হাসপাতালে
নেয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, উপজেলা
চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। স্থানীয়দের
দাবি কলেজ গেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়াা হয়েছে।