সিরাজগঞ্জে কলেজছাত্র সোহেল হত্যা’র মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে কলেজছাত্র সোহেল তালুকদারের হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে তাসলিমা, বাংলা বিভাগের প্রধান শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না ও নিহতের পিতা আব্দুল মোতালেব প্রমুখ।
বক্তারা বলেন, ওই কলেজছাত্র সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কোন সোহেলের মতো ছাত্রকে অকালে প্রাণ দিতে না হয়।
মানববন্ধনে নিহতের মাতা শিউলী বেগম, ভাই সুজন তালুকদার, ইউপি সদস্য সানোয়ার হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ২ সহস্রাধিক শিক্ষাথী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাড়ির জমি নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া তালুকদারপাড়া এলাকার মোতালেব তালুকদার ও মোহন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে এক সংঘর্ষে ওই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সোহেলকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।