সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু : নমূনা সংগ্রহ : ১০ বাড়ি লকডাউন
লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপসর্গ জ্বর, সর্র্দি কাশি ও বমিতে আক্রান্ত হয়ে জিহাদুল ইসলাম জিহাদ (২২) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার পরিবার বলছে সে দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিলো। পাঁচ দিন আগে সে ঢাকা থেকে বাড়িতে ফেরে । সোমবার সকালে তার অবস্থার অবণতি হলে বগুড়া নেয়ার পথে সে মারা যায়। জিহাদ উপজেলার সরাপপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুর পর তার লাশ বাড়িতে নিয়ে আসলে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্রর একটি মেডিকেল টিম তার শরীর থেকে নমূনা সংগ্রহ করে।
বিষয়টি তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল উদ্দিন মিয়া নিশ্চিত করেছেন। তাড়াশ উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহান জানিয়েছেন, ওই পোষাক শ্রমিকের মৃত্যুর কারণে ওই বাড়ি সহ আশেপাশের ১০টি বাড়ি লক ডাউন করে দেওয়া হয়েছে । স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী জানান, জিহাদুল ইসলাম ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করতো। গত বৃহস্পতিবার সে জ্বর নিয়ে বাড়িতে আসে। গত শনিবার আবারও সে ঢাকায় যায়। রোববার সেখানে থেকে জ্বর বেশী হলে বাড়িতে ফিরে আসে ও গুরুতর অসুস্থ্য হয়ে বমি করতে থাকে । তবে তার পরিবারের সদস্যরা অবশ্য বলছেন, সে দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিলো।দুপুরের দিকে তার মৃত্যুর খবর জানার পর ওই বাড়ি সহ ওই এলাকায় কোন লোকজন যাচ্ছে না । এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তার লাশ বাড়িতেই ছিলো।