সিরাজগঞ্জে ঔষধের দোকানে অগ্নিকাণ্ড,ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আজকে আনুমানিক সকাল সাড়ে৬ টার দিকে বিদ্যুৎয়ের শকটসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাতক্ষনিকভাবে এসে আগুন নিযন্ত্রণে আনে। আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিযন্ত্রণে আসে। এ ব্যাপারে দোকানের মালিক রাশেদের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন আগুনে প্রায় কয়েক লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎত শকট সার্কিটের কারনে এ অগ্নিকাণ্ড হয়েছে।