সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

মাকছুদা খাতুন,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্হাপনা
অধিদপ্তরের সহযোগিতায় সিরাজগঞ্জ সার্কিট হাউজের ২টি মিনি মিলনায়তনে সোমবার ( ২৪ সেপ্টেম্বর)সকালে দিনব্যাপী উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, স্হানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান।

প্রধান বক্তা ছিলেন, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের যুগ্ন-সচিব আলী রেজা মজিদ।আরো বক্তব্যে রাখেন, পরিচালক আনিসুর রহমান, সহকারি প্রকৌশলী তাজকি আহমেদ। সিরাজগঞ্জের কামারখন্দ , রায়গঞ্জ, উল্লাপাড়া,শাহজাদপুর উপজেলার দুর্যোগ ব্যবস্হা কমিটির সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।