সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের তৃণমুল নেতাদের ভোটে মনোনীত
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্প্রতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটে চেয়ারম্যান পদে সর্বাধিক ২৫২ ভোট পেয়ে মনোনীত হয়েছেন ওই উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন। অপরদিকে, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামীলীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন ১শ’ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শতভাগ ভোট পেয়ে মনোনীত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বাধিক ২৫২ ভোট পেয়ে মনোনীত হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা এবং ১’শ ভোট পেয়েছেন নুর-ই-জান্নাত রিনি। বিকেলে এই ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগসহ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সদর উপজেলার ৫ ইউনিয়ন এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সিরাজগঞ্জ সদর উপজেলার অর্ন্তভুক্ত ৫ ইউনিয়ন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।