সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্প ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বই বিতরণের মধ্যে দিয়ে ওই উৎসব পালিত হয়।
সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার সকালে শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে বই উৎসব-২০২৪ খ্রীঃ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদে জানান, জেলায় ৬’শ টি প্রাক-প্রাথমিক,৮’শ ২৯ টি সহজ কুরআন শিক্ষা, ১২ টি বয়স্ক শিক্ষা কেন্দ্র ও ১৮ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ৪৮ হাজা ৫’শ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।