সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ হাবিবে মিল্লাত তিনি তার বক্তব্যে বলেন, ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদের কে সম্মানিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ে ছিলেন বাংলাদেশে জাতি বর্ণ নির্বে শেষে এক সাথে বসবাস করবে। মহান আল্লাহ পাকের দিক নিদের্শন গুলি ও নবী রাসূলের সূন্নত গুলি সঠিক ভাবে পালন করবে এই জন্য তিনি ইসলামিক ফাউণ্ডেশন তৈরী করে ছিলেন। আজ আমরাদের প্রিয় আখেরী ও শেষ নবী হযরত মোহাম্মদ সা. আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী জন্ম বার্ষিকী, তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ করেছেন জেলা ও উপজেলা পর্যায়ে সে খানে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেদিয়েছেন যেখানে বিভিন্ন বিষয়ে উপর শিক্ষা গ্রহনকরতে এবং মাদ্রাসাকে অধুনিকরণ বিষয়ে সরকারের ভূমিকা বেশী, আমাদের প্রিয় নবী কাউকে কোন প্রকার ধর্মনিয়ে কাউকে আঘাত করেন নাই। বাংলাদেশে ধর্মীয় দিক দিয়ে আমরা সবচেয়ে এগিয়ে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়ের আবু বকর সিদ্দিক,
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম।