সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ


সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে এসআই/লিটন কুমার সাহা এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৭জুন) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর থানার কালিয়া হরিপুর এলাকা হতে আসামী ১। মোঃ সানোয়ার হোসেন (৩৪), পিতা- মৃত হযরত আলী প্রাং, গ্রাম- চরধুর গাগরাখালি, নতুন পাড়া, আসামী ২। মোঃ হাফিজুল ইসলাম (৩৩), পিতা- মৃত হবিবর রহমান, আসামী ৩। মোঃ মিরাজুল ইসলাম (৪৮), পিতা- মোহাম্মদ আলী, উভয় গ্রাম- কালিয়া কান্দাপাড়া, থানা ও, জেলা- সিরাজগঞ্জদেরকে ১০৫ (একশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।