সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আলোচিত হত্যা মামলায় পৌর কাউন্সিলর ফাহিম গ্রেফতার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া এলাকায় অভিযান চালিয়ে ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

ফাহিম দিয়ারধাগড়া মহল্লার বাসিন্দা মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে ফাহিম মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দুটি হত্যাসহ পুলিশের কাজে বাধা প্রদান ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে। পরে রাত সাড়ে আটটার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।