সিরাজগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সবাই মিলে গড়বো দেয়,দুর্নীতি মুক্ত বাংলাদেশ ‘ এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও সিরাজগঞ্জ জেলাপ্রশাসন, দুদুক সমন্বিত জেলা কার্যালয়, পাবনা,সিরাজগঞ্জ জেলা শিল্পকলার সহযোগিতায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
রোববার ( ৯ ডিসেম্বর’১৮)দুপুরে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বলিকা উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্যে ছিলো, কোরআন তেলওয়াত, জাতীয় ওদুদুকের পতাকা উত্তোলন,জাতীয় সংগীত, পায়রা অবমুক্ত,মানবদ্ধন, আলোচনা সভা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন, দুদুক পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, জেলার শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মাইনুল হক। স্বাগত বক্তব্য রাখেন, হৈমবালা বালিকা হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসন খান। সভাপতিত্ব করেন , জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিস্ট সাংবাদিক হেলাল আহমেদ । এসময় উপস্হিত ছিলেন, সদস্য প্রদীপসাহা, হাসিব উদ্দীন, শেলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদস্য সোহেল রানা। অত্র বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন।