সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচী বিষয়ক স্কুল ব্যাংকিং সম্মেলন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ’

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে, সিরাজগঞ্জ ব্যাংকার্স ফোরাম (২৭টি ব্যাংক) এর আয়োজনে, আর্থিক শিক্ষা আর্থিকসেবা কর্মসূচি বিষয়ক স্কুল ব্যাংকি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯অক্টোবর’১৮) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে র‍্যালি প্রদর্শন শেষে স্হানীয় ভাসানীমিলনায়তন হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ এস. এম. মনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপ্যাল অফিসার উপ-মহাব্যবস্হাপক সভাপতি রমেন্দ্র কুমার রাহা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ। অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ বেসিক ব্যাংকের নির্বাহীব্যবস্হাপক এ,কে,এম মামুনুর রশীদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার ও এ জিএম মাহমুদুল আলম, অগ্রণী ব্যাংকের এজিএম ও এরিয়া ম্যানেজার শাহজাহান খান, সিরাজগঞ্জ ইসলামী ব্যাংক শাখা ই ভিপি এন্ড ম্যানেজার আবুজাফর মোহাম্মাদ সালেহ, সিরাজগঞ্জ জনতা ব্যাংক
এরিয়া প্রধান আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ বেলকুচি বেসিক ব্যাংক শাখার এজিএম ও ম্যানেজার মাহবুবুর রহমান, জ্ঞানদায়ীনি হাইস্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন, ভিক্টোরিয়া হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র আকাশ।

অনুষ্ঠানের উপস্হাপনায় ছিলেন, সিরাজগঞ্জ এক্সিম ব্যাংকের এভিপি এন্ড ম্যানেজার এম এম কামরুল হাসান। অনুষ্ঠানে শহরের বিভিন্ন হাইস্কুলের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীরা সম্মেলনে যোগদান করেন এবং তাদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয়,এতে বিজয়ী হন জ্ঞানদায়িনী হাইস্কুলের ছাত্র রাকিব, গৌরি আরবান গার্লস হাইস্কুলের নবমশ্রেনীর ছাত্রী জেসিয়া পারভীন,রিনা ও সাথী খাতুন, সালেহা ইসহাক গার্লস হাইস্কুলের শিক্ষার্থী সহ অন্যান্যস্কুলের শিক্ষার্থীরা। পরে তারা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।