সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
“দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ ও প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে এক র্যালি প্রদর্শন শেষে শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গণপতি রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তমাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লা, উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস সিরাজগঞ্জের স্টেশন অফিসার আতাউর রহমান টনি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক, ব্র্যাক সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন, এনডিপির প্রতিবন্ধী ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপেন চন্দ্র নাগ, সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, এমডিও এনজিওর সমন্বয়কারি মোঃ আইয়ুব আলী সহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।