সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না,, সিরাজগঞ্জঃ

অসমতার বিরুদ্ধ লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  ন্যাশনাল  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র সহযোগিতায় এবং  জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সিরাজগঞ্জের  আয়োজনে –

শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) বিকাল ৩ টায় সিরাজগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়র সামনে হতে একটি র‍্যালি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে  শেষে শহিদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে
আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। 
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।  

বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউর রহমান,  সিরাজগঞ্জ সদর  উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোহাম্মদ  রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  বিমল কুমার দাস,  সাধারণ সম্পাদক আলহাজ্ব  মোঃ আব্দুস সামাদ তালুকদার মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার , বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা জেলা ব্র্যাকের সম্বয়ক মোঃ রইস উদ্দিন,  সিরাজগঞ্জ  ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন  অফিসার  মোঃ আতাউর রহমান টনি  প্রমুখ।
 
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিথি বৃন্দের পাশাপাশি এনডিপির শিক্ষা ও প্রতিবন্ধিতা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, এমএমএস এর সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান। 
অনুষ্ঠানে অতিথি  বক্তাগণ বলেন -আমরা এখন দূর্যোগের পূর্বাভাস হিমেবে ৭ দিন পূর্বে তার তথ্য পেয়ে থাকি তাই দূর্যোগের পূর্বে সাহায্য সহযোগিতা করার জন্য সরকার সহ সকল এনজিও-র কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেন। 
উক্ত আলোচনা সভায় এনডিপি শিক্ষা সহাযতা কর্মসূচি’র শিক্ষিকাগণ, দীপসেতুর সমন্বয়কারী এস.এম.শহিদুল ইসলাম, রেড ক্রিসেন্ট এর প্রতিনিধি, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ সহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ।