সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
“অভিবাসী অধিকার-মর্যাদা ওন্যায় বিচার “এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জেলা প্রশাসন, জেলাকর্মসংস্হান ও জনশক্তি অফিসের উদ্যোগে ২ দিনব্যাপি অনুষ্ঠান পালন
করা হয়েছে। এতে সোমবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিশু-কিশোর শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ডিসেম্বর-২০১৮) সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবের সামনে র্যালি প্রদর্শন ও ক্লাবে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা অনুষ্ঠান করা হয়েছে এবং বিকালে শহীদ শামসুদ্দিনমাঠে অভিবাসী পরিবারের সদস্যদের নিয়ে প্রীতিম্যাচ ফুটবল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দীন শামীম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া সুলতানা, মেরিন টেকনোলজি’র (আই,এম,টি) অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক, সিরাজগঞ্জ ব্র্যাকের আর এস, সি ম্যানেজার আব্দুল মাজেদ , সিরাজগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আখলাকুর রহমান, সিরাজগঞ্জ কর্মসংস্হান জনশক্তি অফিসের সহকারি পরিচালক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিরাজগঞ্জ জেলা শাখা’র ম্যানেজার আবু জাফর মোঃসালেহ এর নেতৃত্বে একটি টিম আন্তর্জাতিক অভিবাসী দিবসের যোগদান করেন। এবং তারা সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবের সামনে র্যালি প্রদর্শন করে পরে আলোচনা সভায় যোগদান করেন, এসময় উপস্হিত ছিলেন,ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখা’র জিপি ইনচার্জ সিহাব উদ্দিন, কর্মকর্তা আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস নিজাম উদ্দীন, রফিক খান, আবু হাসেম, উম্মে হাবিবা প্রমুখ।