সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সমাপনী করা হয়েছে ।
ফাইনাল খেলায় তাড়াশ উপজেলা কে ১- ৩ গোল ব্যাবধানে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ান হয় সিরাজগঞ্জ সদর উপজেলা দল ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জের আয়োজনে
বুধবার ( ১১ অক্টোবর ২০২৩) বিকেলে সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে শহিদ এ. কে শামসুদ্দিন আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাছুদ রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা,
জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল মজিদ,ক্রীড়া সংগঠক আব্দুল ওয়াহাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দিকী অপু প্রমুখ ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরন্নবী খান জুয়েল।
খেলার রেফারি ছিলেন, এস. এম. জাহিদুজ্জামান কাকন, আলহাজ্ব ফিরোজ ইসলাম, তরিকুল ইসলাম, শাহিন হোসেন।
খেলার ধারাবিবরণী করেন প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং অতিথি ধারাভাষ্যকার মোঃ খোরশেদ রায়হান।
এসময়ে স্টেডিয়াম মাঠে খেলা দেখতে গ্যালারি সহ তার আশপাশ জায়গায় কানায় কানায় পরিপূর্ণ হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।