সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মের প্রতিমা বিসর্জন।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মের প্রতীমা বিসর্জন ,বিজয়া দশমীতে মর্ত্য ছেড়ে আবার ও কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। তাই শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানান দেবীক্তরা।শুক্রবার বিকেল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো প্রতিমা বিসর্জন।
সিরাজগঞ্জ শহরের মহাপ্রভুর আখড়ার সামনে থেকে বিজয়াদশমীর বিশাল শোভাযাত্রা র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন জেলাখানা যমুনা নদীতে বিসর্জন দেয়া হয়।

শোভাযাত্রা ও র‌্যালির উদ্বোধন করেন, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। এসময় জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানুসহ হিন্দুধর্মাবলম্বীর নেতারা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে সন্ধ্যায় যমুনা নদীতে আরতির মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয়া হয়।