সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা জোরদার করণে মেয়র কর্তৃক পুলিশকে পিকআপভ্যান হস্তান্তর 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর থানার  আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা ও অপারেশন কাজে ব্যবহার করার নিমিত্তে  সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক   পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজগঞ্জ সদর থানার কাজের জন্য  একটি পুলিশ পিকআপ ভ্যান উপহার স্বরুপ হস্তান্তর করেন। 

রবিবার (১২ নভেম্বর -২০২৩) বেলা সাড়ে ১২ টার দিকে- সিরাজগঞ্জ পৌরসভা হতে পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা  উক্ত পিকআপ ভ্যানটি এবং চাবি  হস্তান্তর করেন- অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ (সার্কেল) মোঃ রেজাওয়ানুল ইসলাম এর নিকট। 
এসময়ে জেলা পুলিশ অন্যান্য কর্মকর্তা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ সিরাজুল ইসলাম সহ সদর থানার অন্যান্য কর্মকর্তাগণ, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(১) মোঃ নুরুল হক, (৩)- শিখা খাতুন সহ কাউন্সিলরবৃন্দ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ রবিউল আলম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
এসময়ে পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা তিনি বলেন – সিরাজগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা আরো জোরদার করণে লক্ষ্যে- এ পুলিশ পিকআপ ভ্যানটি উপহার হিসেবে প্রদান করলাম। আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্রুত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দূর্নীতি, চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ দ্রুত নির্মূলে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিউটি জোরদার করণে এ পিকআপ ভ্যানটি হস্তান্তর করলাম। এতে সাধারণ জনগণ উপকৃত হবেন।