সিরাজগঞ্জে আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির হামিদ- শামসুর প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন২০২৩-২৫ইং ট্রার্ম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আশীর্বাদপুষ্ট, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সমর্থিত এ কে এম এ হামিদ – মোঃ শামসুর রহমান প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় গণপূর্ত অধিদপ্তর শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইডিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নওশের আহম্মেদ তামান্না এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার।
বক্তব্যে রাখেন, বর্তমান সাধারণ সম্পাদক, কেনিক,আইডিবি সাবেক সভাপতি, বাপশিস, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শামসুর রহমান তিনি তার বক্তব্যে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্য থেকে আগামী নির্বাচনে এ কে এম এ হামিদ – মোঃ শামসুর রহমান প্যানেলকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময়ে আরো বক্তব্যে রাখেন,
বর্তমান জনসংযোগ ও প্রচার সম্পাদক, কেনিক,আইডিইবি সভাপতি, ইইডি ডিপ্রকৌস, কেনিক যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম , সভাপতি সওজ ডিপ্রকৌস, কেনিপ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সৈয়দ মুন্তাসীর হাফিজ, সাধারণ সম্পাদক, বাপশিস,কেন্দ্রীয় কমিটি সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী জি.এম. আকতার হোসেন , বর্তমান নির্বাহী সদস্য, কেনিক,আইডিইবি সাধারণ সম্পাদক, পাউবো ডিপ্রকৌস, কেনিপ চাকরি ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ দস্তগীর প্রমুখ।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্যে রাখেন, আইডিইবি সিরাজগঞ্জ শাখার নির্বাচনী পরিচালনা কমিটি আহবায়ক মোঃ হাবিবুল্লাহ আনছারী এবং বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা ও মতামত ব্যক্ত করে বক্তব্যে রাখেন, মোর্শেদ আলম, আলামিন, চন্দন কুমার, জাহিদুল হক, সন্তোষ কুমার কর্মকার, অসীম কুমার, জিএম আমিনুল সহ বিভিন্ন দফতরের ডিপ্লোমা প্রকৌশলী আইডিইবি কমিটি প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
জানা যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)২০২৩- ২০২৫ বছরের নির্বাচন ১৯ ডিসেম্বর -২০২ অনুষ্ঠিত হবে স্ব-স্ব জেলায় কমিটির ভোটারগণ ভোট প্রদানের মাধ্যমে কমিটির প্রতিনিধি নির্বাচন করবেন। সিরাজগঞ্জ জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২৭০ টি ভোট রয়েছে।
একেএম এ হামিদ- মোঃ শামসুর রহমান প্যানেলটি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন।