সিরাজগঞ্জে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে রিক্সা ও ভ্যান গাড়ি বিতরণ করলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
“বেকারত্ব দূর করি কর্ম সংস্থান উন্নয়ন করি” এ স্লোগান কে সামনে রেখে কোভিড -১৯ ভাইরাস সংক্রমণের সিরাজগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন ও বেকার মানুষদের আত্মকর্মসংস্থানের নিমিত্ত রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষ জেলা প্রশাসক কার্যালয়ে ও কালেক্টরেট চত্বরে ৭ জন অসহায় মানুষের মাঝে রিক্সা ও ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন,উপ- পরিচাক স্থানীয় সরকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফর নেছা, সদর উপজেলা কমিশনার ভূমি কর্মকর্তা রবিন শীর্ষ, সিরাজগঞ্জ .. প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, এনডিসি মুরাদ হোসেন প্রমূখ।
এ সময় প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ বলেন, এ সকল রিক্সা ও ভ্যান তাদের আত্মকর্মসংস্থান ও নিজের ভাগ্য উন্নয়নে সহযোগিতার করবে।