সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত জমির মূল্য পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে যমুনা নদী সংলগ্ন প্রস্তাবিত-২ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত পুঠিয়াবাড়ী,রায়পুর,বিয়ারা,বনবাড়িয়া,মোরগ্রাম, বেলটিয়া,বড়পিয়ারী ও ছোটপিয়ারী এই ৮টি মৌজার ১ হাজার ৮২ একর জমির ক্ষতিগ্রস্থ মালিক-কৃষকরা জমির মূল্য না পাওয়ায় দিনে দিনে বিক্ষুব্ধ হয়ে উঠছে। অন্তর্ভুক্ত আটটি মৌজার জমির মূল্য পরিশোধের দাবীতে তাই আবারও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক জমির মালিক-কৃষকরা।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আটটি মৌজা জমির ক্ষতিগ্রস্থ মালিক ও কৃষকরা খন্ড খন্ড মিছিল করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁথ-৩ সংলগ্ন যমুনা নদীর তীর ঘেষা উদ্ধারকৃত বিস্তীর্ণ তপ্ত বালিচরে সমবেত হয় । পরে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এক দীর্ঘ মানবন্ধন করে।

মানববন্ধনে চলাকালে ক্ষতিগ্রস্থ মালিক ও কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন,মজনুর রহমান,আব্দুর রাজ্জাক,সাবেক কমিশনার সেরাজুল ইসলাম,কৃষক নেতা আলী আহমদ,রফিকুল ইসলাম,রেজাউল ইসলাম সহ অন্যন্যরা। বক্তারা বলেন, অনতিবিলম্বে জমির মুল্য পরিশোধ না করে কোন প্রকার কাজ শুরু করা হলে তার বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচী পালন করার হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য গত শুক্রবার একই স্থানে একই দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে ছিলেন ক্ষতিগ্রস্থ আট মৌজার জমির মালিক ও কৃষকরা।