সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অরুনিমা সঙ্গীতালয়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপীর চতুর্থ সন্ধ্যার সাংস্কৃতিক উৎসব।

 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

 

“এসোমিলি সংস্কৃতির মোহনায়” এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জে অরুণিমা সঙ্গীতালয় আয়োজনে ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের চতুর্থ সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বিশিষ্ট লেখক গৌতম সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, বিশিষ্ট নাট্য অভিনেতা তোফা হাসান, সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য মোঃ একরামুল হক প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের সভাপতিত্বকরেন , অরুণিা সঙ্গীতালয় এর উপদেষ্টা সিরাজুল ইসলাম।

সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ বিশিষ্ট আবৃত্তিকার তাহমিনা হোসেন কলি।

অনুষ্ঠানে কবি, সাংবাদিক ও শিক্ষাবিদ শ. ম. শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন, এ কে আজাদ, তাহমিনা হোসেন কলি এবং অরুণিমা সঙ্গীতালয়ের শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়।

এতে দর্শক ও শ্রোতারা বিমোহিত হয়। সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব রয়েছেন, অরুণিমা সঙ্গীতালয় সিরাজগঞ্জের প্রধান পরিচালক, বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য বারী।