সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে ১লক্ষ পনেরো হাজার টাকা অর্থদণ্ড  করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
 

বুধবার (২৪-মার্চ) সকালে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে ফসলি জমি কাটা হচ্ছে  এমন সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী  নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।  এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও মোঃ আমীরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।  পরবর্তীতে তাকে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লক্ষ পনের হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে ।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সদর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ।