সিরাজগঞ্জে অবরুদ্ধ হলেন সেই নারী শিক্ষিকা অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
স্টাফ রিপোর্টার ঃ
পাবনা ট্রিচার্স ট্রেনিং কলেজে বিএড প্রোগ্রামে অধ্যায়ন করতে গিয়ে অধ্যক্ষের যৌন কেলেঙ্কারীর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত ও ফেসবুকে ভাইরাল হওয়ায় সিরাজগঞ্জ মিরপুর উচ্চ বিদ্যালয়ের এক নারী শিক্ষিকার ক্লাস বর্জন করেছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। ওই শিক্ষকের অপসারণে দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভও করেছে তারা।শনিবার দুপুর ১১টার দিকে সিরাজগঞ্জ সদর পৌর এলাকার মিরপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে সটকে পড়তে গিয়ে শেষ পর্যন্ত অবরুদ্ধ হন নারী শিক্ষক। গণমাধ্যমকর্মী ও এলাকাবাসির খবরে পুলিশ তাকে উদ্ধার করে দুপুরে স্বজনদের নিকট হস্তান্তর করেন।
পাবনা ট্রিচার্স ট্রেনিং কলেজে বিএড প্রোগ্রামে অধ্যায়ন করতে গিয়ে অধ্যক্ষের সাথে ওই শিক্ষকের অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। পরে আপত্তিকর অবস্থায় তারা ধরাও পড়েন। এরই মধ্যে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানীর মামলাও করেছেন ওই নারী শিক্ষক। এসব ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’- এ ভাইরাল হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও তার অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করে। বিদ্যালয় পরিচালনা পর্যদ ও স্থানীয়রা বিষয়টি সামাল দিতে ব্যর্থ হওয়ায় শেষপর্যন্ত পুলিশের সরণাপন্ন হন। সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার ও সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে ওই নারী শিক্ষককে
উদ্ধার করেন। মিরপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ ও সাবেক পৌর কাউন্সিলর আলাউদ্দিন আহম্মেদ বলেন, ঘটনাটি পাবনা
জেলায়। তারপরেও শিক্ষার্থীর তোপের মুখে পুলিশ ডাকতে আমরা বাধ্য হই। পুলিশ শিক্ষিকাকে উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ক্লাস বর্জন ও অবরুদ্ধ রাখার বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষিকাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। আগামীকাল এ বিষয়ে জরুরী সভা ডাকা হয়েছে।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ বলেন, বিষয়টি আমরা
শুনেছি। এ বিষয়ে ম্যানেজিং কমিটি কার্যকরী সিদ্ধান্ত নেবে।