সিরাজগঞ্জে অনুর্ধ্ব ১৪,১৬,ও ১৮ ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক :
খেলা ধুলার বিকল্প নাই, মাদক মুক্ত সিরাজগঞ্জ চাই, এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধায়নে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ৫ নভেম্বর ২০২১ রোজ রবিবার সকাল ৯ টায় থাকার জন্য সিরাজগন্জ জেলার অনুধ্ব বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় ১৪,১৬ ও ১৮ প্রাক -বাছাই কার্যক্রম শুরু হবে এই লক্ষে সিরাজগঞ্জ জেলার সকল খেলোয়াড়দের কে যথা সময়ে থাকতে নিদের্শনা দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ ক্রীড়া সংস্থা নির্দেশনাবলীতে বলা হয়েছে অনূর্ধ্ব -১৪ খেলোয়াড় জন্ম তারিখ ১ লা সেপ্টেম্বর ২০০৭ বা তার পরবর্তী হতে হবে, অনূর্ধ্ব ১৬ – খেলোয়াড়দের জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০০৫ বা তার পরবর্তীতে তারিখ হতে হবে, অনূর্ধ্ব ১৮ – খেলোয়াড়দের জন্ম তারিখ ১ লা সেপ্টেম্বর ২০০৩ বা তার পরবর্তীতে তারিখ হতে হবে এ সকল আগ্রহী ক্রিকেট খেলোয়াড়দের সামগ্রী ও ক্রিকেট খেলার উপযোগী পোশাক পরিধান করে এবং জন্ম নিবন্ধন সনদপত্র পাশাপাশি পি.এস.সি,জে.এস.সি রেজিষ্ট্রেশন এবং প্রয়োজন অনুযায়ী এস.এস. সি, রেজিষ্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ছবি ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি সহ যথা সময়ে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে মাঠে সকল ক্রিকেট খেলোয়াড়দের থাকতে অনুরোধ করা হয়েছে।