সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অধ্যাপক মিল্লাতকে গণসংবর্ধনা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥

হাজারো মানুষের ভালবাসা ও ফুুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি পদে পুর্নবার নির্বাচিত হওয়ায় মঙ্গলবার দুপুরে অধ্যাপক মিল্লাতকে তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ- কামারখন্দবাসীর পক্ষ থেকে বিশাল গণসংবর্ধণা দেয়া হয়। সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারের গোল চত্তরে প্রায় এক হাজার মোটর সাইকেলের বহর নিয়ে অধ্যাপক মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মুলিবাড়ি হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ষ্টেশন মুক্তির সোপানে তাঁকে গণসংবর্ধনা দেয়া হয়। সেখানে মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছা সেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনতা তাঁেকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা সভায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, বেলাল হোসেন, আনোয়ার হোসেন ফারুক, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,কামার খন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,উল্লাপাড়া থেকে তানভীর ইমাম, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি, হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, কৃষকলীগের মনিরুজ্জামান মনি, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনো হেনা, স্বেচ্চাসেবকলীগের নূরুল ইসলাম সজল, ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনার জবাবে অধ্যাপক মিল্লাত কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহবান জানান।