সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে মোট ৫১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির প্রায় তিনগুণ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম ও তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় (আওয়ামী লীগ), কন্ঠশিল্পী কনক চাঁপা (বিএনপি), সেলিম রেজা (বিএনপি), নাজমুল হাসান রানা (বিএনপি), মুফতি আলামিন (ইসলামী আন্দোলন)।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি (আওয়ামী লীগ), সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি) ও তার স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ (বিএনপি), মুফতি মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন),সাইদুল ইসলাম আমিন কোরাইশী (জাকের পাটি), নবকুমার কর্মকার (বাসদ),শহিদুল্লাহ সবুজ (সিপিবি)
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ (আওয়ামী লীগ), সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার (বিএনপি), সাইফুল ইসলাম শিশির (বিএনপি), ভিপি আয়নুল হক (বিএনপি), গাজী আয়নুল হক (ইসলামী আন্দোলন), আহসান হাবিব সুজন (স্বতন্ত্র)।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলংগা) আসনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এমপি (আওয়ামী লীগ), সাবেক এমপি আকবর আলী (বিএনপি), রফিকুল ইসলাম খান (বিএনপি), কাজী রেজাউর রহমান কায়-কামাল (বিএনপি), খন্দকার গোলাম আজাদ (বিএনপি), আবু ইসাহাক (জেএসডি), জহির রায়হান (জাকের পার্টি), ছোলায়মান (স্বতন্ত্র)।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আব্দুল মমিন মন্ডল (আওয়ামী লীগ), আমিরুল ইসলাম খান আলিম (বিএনপি), রকিবুল করিম খান পাপ্পু (বিএনপি), সাবেক এমপি মেজর (অবঃ) মনজুর কাদের (বিএনপি), মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন (বিএনপি), লোকমান হোসেন (ইসলামী আন্দোলন), জামায়াত সমর্থিত অধ্যক্ষ আলী আলম (স্বতন্ত্র), আব্দুর নূর (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), মোক্তার হোসেন (জাতীয় পার্টি)।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে হাসিবুর রহমান স্বপন এমপি (আওয়ামী লীগ), কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সরোয়ার (বিএনপি), এমএ মুহিত (বিএনপি), শফিকুজ্জামান শফি (জাসদ-ইনু), আব্দুল আলীম ফকির (বাসদ-খাঃ), মিসবাহ উদ্দিন (ইসলামী আন্দোলন), শাহান চৌধুরী (জাপা-এ), মাসুদুর রহমান সরকার (স্বতন্ত্র), জেএসডির আব্দুল হাই সরকার (রব), এ্যাডঃ হাবিবুর রহমান (মুসলীম লীগ)।
এদিকে জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বুধবার রাত সোয়া ৭টার দিকে এ প্রতিবেদককে জানান, জেলার ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে মোট ৫১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারি রিটানিং অফিসার কার্যালয়ে। তবে এদের মধ্যে এখনও ৪/৫ জনের নাম তালিকায় আসেনি বলে তিনি উল্লেখ করেন।