সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি-জামায়াতের ১৪০জন নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ: আজিজুর ররহমান মুন্না

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতের ১৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারী সুজন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মওলাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীর নাম রয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০/৪০ জনকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রাম আদালত সহকারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, সয়দাবাদে ইউপি’তে গভীর রাতে বিএনপি-জামায়াতের কেউ বোমা মারতে যায়নি, এধরনের ঘটনা ঘটায়নি। আওয়ামীলীগ এটা মিথ্যাচার নাটক করে মিথ্যা মামলা দায়ের করেছে। আমাদেরকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখতে এ ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা মানববদ্ধন কর্মসূচী পর্যন্ত পালন করতে বাধা দেয় করতে পারিনা। আমাদের নেতা কর্মীরা মামলায়- হামলার মধ্যে রয়েছে। এঘটনার মামলা দায়েরের তীব্র নিন্দা জানাই।