সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সয়দাবাদে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। প্রাথমিক হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি।

বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি রডবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিতালুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠ‍ান। হত‍াহতরা দুই ট্রাকের ড্রাইভার ও হেলপার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।