সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কর্মশালা ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্য্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি-২০১৯) সকালে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ৯ ফেব্রুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক নির্দেশানামূলক আলোচনা করা হয়। ক্যাম্পেইনের দিনে জেলার মোট ২ হাজার ২০৩টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়াও জেলার ৬টি উপজেলার ২৯টি দূর্গম ইউনিয়নে এই কার্য্যক্রম পরিচালিত হবে বলে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিভিল সার্জন ডাঃ কাজী শামিম হোসেন এ তথ্য জানান। এ ওরিয়েন্টশন কর্মশালায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।