সিরাজগঞ্জের সলঙ্গায় ১ গৃহবধুর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগন্জের সলঙ্গায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
সে থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের রহিম বক্সের মেয়ে এবং পাশ্ববর্তী সড়াতৈল গ্রামের শাহীনের স্ত্রী রেহানা খাতুন (২০)।
পারিবারিক সুত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে বিয়ে হলেও স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়াবিবাদ হয়। গত ২ মাস পূর্বে শ্বশুর বাড়িতে এনে তার স্ত্রীকে রাতে রেখে ঢাকায় পাড়ি জমায়।ঢাকায় গার্মেন্সের এক মেয়েকে বিয়ে করার খবর শুনে রেহানা শনিবার দুপুরে বাবার বাড়িতে গ্যাস ট্যাবলেট খায়। অসুস্থ্য অবস্থায় বাড়ির লোকজন সিরাজগন্জ হাসপাতালে নিলে অবস্থা বেগতিক বুঝে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মুত্যু হয়।
সলঙ্গা থানার ডিউটি অফিসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনা কেউ জানায় নি এবং এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেন নি।