সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোখলেছুর রহমান (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোখলেছুর রহমান (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের নিউ জনতা হাইওয়ে হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোখলেছুর বগুড়ার শেরপুর উপজেলার বামুনিয়া গ্রামের আহম্মেদ আলী বুলুর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পিকআপভ্যানটি হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিকআপচালক মোখলেছুর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।