রায়গঞ্জ/সলঙ্গা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় ওড়না পেচিয়ে তানজিলা নামের এক কলেজ ছাত্রীর আত্নহত্যা !

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণ পুুর ইউনিয়নের জালশুকা গ্রামের এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে । শনিবার (৯ ফেব্রুয়ারী-২০১৯) দুুুপুরের দিকে তানজিলা খাতুন (১৮) নিজ ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার সূূূত্রে জানা যায়। তানজিলা খাতুন সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও সলঙ্গা অনার্স কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থী ৷ তানজিলার পরিবার জানান, এক সপ্তাহ আগে জহুরুলের মেয়ে সাথী খাতুন(১৭) প্রেমের টানে থানার আগরপুর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে সাজুর সাথে প্রেমের টানে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তানজিলাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় সাথীর পরিবারের লোকজন।যার ফলে মিথ্যা অপবাদ সইতে না পেরে তানজিলা আত্মহত্যা করে ৷ সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে সলঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।