সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সয়াদাবাদে দূরপাল্লার ১৮ টি পরিবহনে বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় বিভিন্ন পরিবহনে গাড়ীর বৈধ কাগজপত্র না থাকায় ১৮টি পরিবহনকে বুধবার (৬ ফেব্রয়ারি-২০১৯) জরিমানা করা হয়েছে। মোটরযান অধ্যাদেশ,১৯৮৩ এর বিভিন্ন ধারায় ফিটনেস সার্টিফিকেট,ট্যাক্স টোকেন, রুট পারমিট,বীমা না থাকার অপরাধে হানিফ, ডিপজল, শ্যামলী, এস আর, শাহ ফতেহ আলী, নাবিল,অরিন,আর পি ও নওগা ট্রাভেলস এর ১৮ (আঠার) টি পরিবহনে মোট ৫৮,০০০/- (আটান্ন হাজার) টাকা জরিমানা আদায় করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। উক্ত অভিযানে সহযোগিতা করেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ।