সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শিয়ালকোলে শিশুকে শ্বাসরোধে হত্যা

(১৭জুন)রবিবার সিরাজগঞ্জের শিয়ালকোলে পারিবারিক কলহের জের ধরে রিফাত নামে ৭ বছরের শিশুকে শ্বাষরোধ করে হত্যার অভিযোগ উঠেছে সৎ দাদির বিরুদ্ধে। এঘটনায় দাদা ও দাদিকে আটক করেছে পুলিশ।নিহত রিফাত সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন রতন জানান, সন্ধ্যার আগে বাড়ির পাশের একটি পাটক্ষেতে শিশুটি মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার গলায় নখের আচর ছিলো। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা চাঁন আলী জানান সৎ মা কুলসুমের সাথে দীর্ঘদিন ধরে তাদের কলহ চলছিলো।
শিশুটির মা রোজী খাতুন জানিয়েছেন রিফাতকে তার দাদি দেখতে পারতো না। সেই তার ছেলে কে হত্যা করেছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সদর হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে শিশুটি কিভাবে মারা গেছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।