সিরাজগঞ্জের শিয়ালকোলে কৃষকের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১ শিশুর মৃত্যু ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইমরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর’১৮) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মালাম শেখের ছেলে। এছাড়াও অগ্নিকান্ডে ৩টি টিনের ঘর গোয়ালে থাকা ১ ছাগল পুড়ে মারা গিয়াছে ৪টি গরুপুড়ে গুরুতর আহত হয়েছে। ৩টি ঘর পুুুুড়ে ছাই ও ঘরে রাখা কয়েক মণ ধান, চাউল,পাট,আসবাবপত্র, সহ জমি ক্রয়ের জন্য ঘরে রাখা নগদ পাঁঁচ লাখ টাকা পুড়ে গেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কৃষক মালাম শেখের বাড়িতে আগুন লাগে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন টের পায়। তারা সবাই ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
শিশু ইমরান ঘরের এক কোণায় লুকিয়ে ছিল। এ অবস্থায় আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাকে আর বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত সোয়া ১২টার দিকে ইমরানকে মৃত অবস্থায় উদ্ধার করা
হয়।
বুধবার সকালে পাবনা- সিরাজ গঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন, উপজেলাা নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান,শিয়ালকোল ইউ’পি
চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান সেখ ঘটনাস্হল
পরিদর্শন করেন। তাৎক্ষনিক এমপি,উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা প্রদান করেন এবং ক্ষয়ক্ষতি পূরনের জন্য আশ্বাস দেন।
এলাকাবাসী আব্দুর রাজ্জাক,বেল্লাল হোসেন,আনছার আলী, লিটন সহ অনেকে জানান, রঘুনাথ পুরের ময়েন মোড় হতে মালামের বাড়ীর এই রাস্তাটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী না আসতে পারায় আগুন নেভানো কঠিন হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ী দেরিতে পরে জমির মধ্য দিয়ে এস আগুন নেভায়। এতক্ষণে অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়।