সিরাজগঞ্জের শিয়ালকোলের শিলন্দায় এক গৃহবধূর আত্নহত্যা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জসদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামের মঙলা সেখের মেয়ে মীম খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, প্রায় চার মাস আগে একই গ্রামে বিয়ে হয় মীমের। বিয়ের এক সপ্তাহের মাথায় নিজের প্রেমিক জুয়েলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন মীম। এরপর থেকে তার বাবার বাড়ির পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই।
মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মীম। শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু কুমার জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।