শাহজাদপুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে একদল হামলাকারী

আজিজুর রহমান মুন্না,
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলাকেটে হত্যা করেছে একদল হামলাকারী।
মঙ্গলবার বাঁশবাড়িয়া নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান।

নিহত সুমন শীল (৩০) উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নিমাই শীলের ছেলে।

সুমনের ভাই পরিতোষ শীল বলেন, সুমন শীল এনায়েতপুরের খুকনী বাজারে একটি সেলুনে কাজ করতেন। দুপুরে সেলুন থেকে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া নতুন পাড়ায় জনশূন্য এলাকায় তিনি হামলার শিকার হন।

“তাকে জবাই করে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।”
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিতোষ।
পরিতোষ বলেন, সুমনের কোনো শক্র ছিল না। কারা কেন তাকে হত্যা করেছে তা বলতে পারব না।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।