সিরাজগঞ্জের শাহজাদপুরে বইপাঠ প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ ।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
“গ্রন্হাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” -এই শ্লোগানকে ধারণ করে- সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রহন্হাগারের আয়োজনে, “অনলাইনে গণগ্রন্থাগারসমূহে ব্যবস্থাপনা ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় “বই পাঠ প্রতিযোগিতা” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উক্ত বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণী প্রদান করা হয়েছে।

এতে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীরা অংশগ্রহণ করে প্রায় ৭০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্হাগার জুনিয়র লাইব্রেরিয়ান হালেমা বেগম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাদের বিশ্বাস। শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃমাহবুবুল আলম, জামিরিতা ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান মোঃ আব্দুল জলিল প্রমুখ।