শাহজাদপুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার(২৩-০২-২০১৮) দুপুরে উপজেলার নরিনা দক্ষিনপাড়া গ্রামে হামিদা খাতুন(২২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।

হামিদার পারিবারিক সুত্রে জানা যায়, ১০ মাস পুর্বে বেলকুচি উপজেলার ধুকুরিয়া গ্রামের আঃ হামিদের কন্যা হাামিদার শাহজাদপুর উপজেলার নরিনা দক্ষিনপাড়া গ্রামের নাসিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাসির হামিদাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো। নির্যাতন সইতে না পেরে সে বাবার বাড়ীতে চলে যায়। ঘটনার একদিন আগে বৃহস্পতিবার হামিদা স্বামীর বাড়ীতে এসেছিলো। ঐ দিন রাতেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ও শশুর বাড়ীর লোকজন শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রেখে বাড়ীর লোকজন পালিয়ে যায় বলে নিহতের বাবা আঃ হামিদ জানান।

শাহজাদপুর থানা পুলিশ আজ শুক্রবার দুপুরে উদ্ধারের পর লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন।