শাহজাদপুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রূপপুর পীরের পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

নিহত দুই শিশু হলো- পৌর এলাকার রূপপুর পুরান পাড়া গ্রামের মনো আকন্দের ছেলে মিথুন আকন্দ (০৬) ও দ্বারিয়াপুর গ্রামের হানিফের ছেলে ইমরান (০৮)।

শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন মিয়া জানান, দুপুরে মিথুন ও ইমরান ওই পুকুরে গোসল করতে নামে। এরপর থেকে তারা নিখোঁজ ছিলো। এরপর সন্ধ্যায় পরিবারে লোকজন পুকুরের পানি থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।