রায়গঞ্জ/সলঙ্গা

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর (৩৫) মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক যুবক। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিকেলে টিভিএস পরিবহনের একটি লোকাল বাস নগরবাড়ি থেকে বগুড়া যাচ্ছিল। বাসটি পথে রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এসে একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। এসময় আহত হন অপর আরোহী। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।