সিরাজগঞ্জের রায়গঞ্জে ২ সন্তানের জননী শিল্পী রাণীর লাশ উদ্ধার !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ভিকমপুর গ্রামের শিল্পী রানী (৩৩) নামে ২ সন্তান জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সুশীল চন্দ্র হালদারের স্ত্রী ও ২ সন্তানের জননী। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, গতকাল মঙ্গলবার রাতে শিল্পী রানীর পিতা সিরাজগঞ্জ সদর থানার গুপিরপাড়া গ্রামের পলাশ চন্দ্র হালদারসহ তার স্বজনরা মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় শিল্পীর স্বামী সুশীল চন্দ্র হালদার তার শ্বশুর শ্বাশুড়ীকে তার মেয়ে সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে শাসন করার কথা জানায়। এক পর্যায়ে শিল্পীর পিতা শিল্পীকে শাসন করে। এতে সে অভিমান করে বুধবার সকালে সবার অজান্তে গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।