সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন ব্যাচে পাট চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন ব্যাচে ১৫০ জন পাটচাষীর প্রশিক্ষণ সম্পন্ন শেষে তাদের পাটের পণ্যব্যাগ উপহার দিয়ে ব্যবহার করার সুফল ও প্রশিক্ষণার্থী চাষীদের সন্মানীভাতা প্রদান করা হয়েছে । সোমবার (২৪জুন) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক -মোঃ হাবিবুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ হাসান ইমাম, জেলা পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খান, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হাসান প্রমুখ।
এসময় উপস্হিত ছিলেন, জেলা পাটচাষী সমিতির মোঃ ফেরদৌস হাসান শামীম, সহ কৃষিবিভাগ ও পাট অধিদপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও পাট চাষী প্রশিক্ষণার্থীরা। ওই প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তারা পাটচাষীদের উদ্দেশ্য বলেন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং উফশী জাতের পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশল, উন্নত পচন পদ্ধতি, রিবনরেটিং এর ব্যবহার, পাটের গ্রেডিং বিষয়ে আলোচনা করা হয়েছে।