রায়গঞ্জ/সলঙ্গা

সিরাজগঞ্জের রায়গঞ্জে চোলাইমদসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেবীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলেন, ওই গ্রামের ওবাইদুর রহমান(৩৫), জহিরুল ইসলাম(৩২)।

সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের বাড়ী থেকে ৬৫ লিটার চোলাইমদ, ০২ টি মোবাইল এবং ০২ টি সিম উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় এই মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।